বিডি প্রতিবেদক :
পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের ঢলনামা শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহার পর বন্ধ থাকলেও নানা কারণে পর্যটক আসেনি। তবে বৃহস্পতিবার থেকে পর্যটকরা আসতে শুরু করেছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ।
পবিত্র ঈদুল আযহার ছুটির সময় তেমন পর্যটক আসেনি কক্সবাজারে। কিন্তু বুধবার থেকে আবারো পর্যটকদের ঢল নেওয়া শুরু হয়েছে। বুধবার সমুদ্র সৈকতে এগিয়ে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই বিয়ের অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা।
আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।