শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

প্রতিপক্ষের হামলায় পশু চিকিৎসক নিহত

নিউজ রুম / ২৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক মহেশখালী :
কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুস শুক্কুর (৬২) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ডেইল্যা ঘোনা গ্রামের ছরারলামা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর হোয়ানক ইউনিয়নের ছনখোলাপাড়া গ্রামের মৃত বদিউর রহমানের পুত্র।
নিহতের ছেলে পশু চিকিৎসক নুরুল আবছার জানান, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমার পিতার সাথে ডেইল্যা ঘোনা গ্রামের মৃত উম্মত আলীর পুত্র জাফর আলম, এলাহী শরীফের পুত্র মোরশেদ আলম ও একই এলাকার জয়নাল ডাকাত সহ বেশ ক’জনের সাথে বিরোধ চলে আসছিল। আমার পিতার সাড়ে ছয় কানি জমির বিরোধ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বারের কাছে সালিশ বিচারে ও আদালতের মামলায় আমার পিতা রায় পেলেও বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন সশস্ত্রভাবে দলবল নিয়ে বিরোধীয় জায়গায় পান বরজের চালা তৈরি করে। শুক্রবার সকালে আমার বাবা তাদেরকে বাধা দিতে গেলে প্রতিপক্ষের ১৫-১৬ জন নারী-পুরুষ দা, কিরিচ, লাঠি সোটা ও ট্রেটা নিয়ে আমার পিতার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে মাটিতে ফেলে রাখে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় পুলিশী অভিযান চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর