বিডি প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে।
রোববার (১১সেপ্টেম্বর) দুপুরে উখিয়ায়র বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর ঢালায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ১৪ বছরের কানতা ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে ও ১২ বছরের নুর কলিমা একই এলাকার আবদু সালামের মেয়ে।
তথ্য নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই ট্রাকের নিচে চাপা পড়ে কানতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি বলেন,ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।