শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ রুম / ১৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার নারী উদ্যোক্তাদের সর্ব প্রথম ও বৃহত্তম সংগঠন “চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার বিকেলে স্থানীয় ঝিলমিল ক্যাফে রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন জান্নাত ফেন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশরাত হোছাইন এলি’র সঞ্চালনায় অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে সংঘটনের সহ-সভাপতি রুনা আকতার, অর্থ সম্পাদক আসমাউল হোসনা লাভলী, নির্বাহী সদস্য ফারজানা শিরিন জাহান, তাসনিয়া হোছাইন শৈলী, রাবেয়া ফেরদৌস রাবু, সদস্য সাজিয়া আফরিন সাজি, ফাতেমা বেগম রানী, রুজিনা আকতার রুজি, খাদিজা বেগম লোপা, ইসমত আরা বুলু, রোকসানা আক্তার খুকী, নওশিন, উম্মে হাবিবা পুঁতি, সাবিলা আক্তার তছলিমা, নাবিলা তাবাসুম পুস্পা, কাশফিয়া জন্নাত ও মাইশাসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হস্তশিল্প সংগঠনের নারী উদ্যোক্তা এস এস আফরিন ও রানীর রান্না ঘরের তৈরি করা দুটো কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
চকরিয়ার তিন শতাধিক উদ্যোক্তাদের নিয়ে ই-কমার্স প্লাটফর্মে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এই সংগঠনটি এই অঞ্চলের বৃহত্তম সংগঠনে পরিনত হয়েছে উল্লেখ করে সংগঠনের সভাপতি শারমিন জন্নাত ফেন্সি বলেন, এই অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের কথা চিন্তা করে ২০২০ সালে আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে অনলাইন প্লাটফর্মে সংগঠনটি শুরু করি। পরবর্তীতে সমবায় অধিদপ্তরের সাথে
অন্তর্ভুক্ত (রেজিষ্ট্রেশন ভুক্ত) হয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চকরিয়ায় বিশাল আকারের দুটি মেলার আয়োজন (হস্তশিল্প মেলা) করে সংগঠনটি এই অঞ্চলে বিশাল আকারের পরিচিতি লাভ করে। বর্তমানে অনলাইন গ্রুপে ২৫ হাজারের বেশি সদস্য অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান এই নারীনেত্রী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট নারী উদ্যোক্তা ইশরাত হোছাইন এলি বলেন, গত দুই বছরে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতির উদ্যোক্তাদের তৈরি করা পণ্য এই অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুরুর দিকে সদস্য সংখ্যা কম থাকলেও বর্তমানে এই সংগঠনে তিনশত নারী উদ্যোক্তা ও ২৫ জন পুরুষ উদ্যোক্তা কাজ করছেন বলে জানান।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের পিছিয়ে পড়া নারী/পুরুষেরা অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন অধিকাংশ উদ্যোক্তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর