আবরার চৌধুরী :
কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হাতধোয়া কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৬ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট (বিডিআরসিএস) ও কানাডিয়ান রেডক্রসের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক এজেডএম নুরুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. মো: শফিকুল ইসলাম, কানাডিয়ান রেডক্রস প্রতিনিধি ড. সুকন্যা প্রীতি, বিডিআরসিএস প্রতিনিধি এম এ হালিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.নিয়াজ মাওলা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোমিনুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, পৌর কাউন্সিলর এম এ মনজুর বক্তব্য রাখেন।
উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার এবং পৌরপ্রিপেটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা বুলবুলের
সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএফআরসি, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আটটি বিভাগের আটটি স্কুলের প্রধান শিক্ষক ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন।পরে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।