শিরোনাম :
টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলে ফেরত এনেছে বিজিবি “১ টাকায় হাজার টাকার বাজার” নাফ নদীর মোহনায় স্পিডবোট ডুবি শিশু সহ ২ জন নিখোঁজ, জীবিত উদ্ধার-৮ কক্সবাজারে নাতনির স্বামীর হাতে নানী খুন বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা নৌবাহিনীর অভিযান : মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া কোটি টাকার মালামাল জব্দ মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা জলবায়ু পরিবর্তনের ফলে কক্সবাজারের অনেক এলাকায় খাবার পানির সংকট :ইয়াছমিন-রহিমার পানির দুঃখ ঘুচালো হাইসাওয়া

কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস

নিউজ রুম / ২৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

আবরার চৌধুরী :
কক্সবাজারে বিভাগীয় পর্যায়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে হাতধোয়া কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৬ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট (বিডিআরসিএস) ও কানাডিয়ান রেডক্রসের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক এজেডএম নুরুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. মো: শফিকুল ইসলাম, কানাডিয়ান রেডক্রস প্রতিনিধি ড. সুকন্যা প্রীতি, বিডিআরসিএস প্রতিনিধি এম এ হালিম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.নিয়াজ মাওলা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোমিনুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: মহিউদ্দীন মো: আলমগীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, পৌর কাউন্সিলর এম এ মনজুর বক্তব্য রাখেন।

উখিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার এবং পৌরপ্রিপেটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা বুলবুলের
সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএফআরসি, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটটি বিভাগের আটটি স্কুলের প্রধান শিক্ষক ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন।পরে হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর