আকরামুজ্জামান :যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে অনুষ্ঠিত হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগিতা। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১১তম এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ দেখতে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভৈরব নদের দু কূলে লাখো মানুষের সমাগম ঘটে। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট আটটি বাইচের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গার `সোনার বাংলা’ প্রথম স্থান অধিকার করে। খুলনা জেলার তেরখাদার `ভাই ভাই জলপরী’ দ্বিতীয় স্থান ও টঙ্গীপাড়ার `জয় মা দুর্গা’ বাইচের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর-৫ আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান।