শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত

নিউজ রুম / ২৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
অনিয়ম, স্বেচ্ছারিতা ও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীদের আদালত বর্জনের এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে।
শনিবার বিকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল।
ইকবালুর রশিদ বলেন, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে আইনজীবীদের সঙ্গে নানা বিষয়ে দুর্ব্যবহারের পাশাপাশি অনিয়ম ও স্বেচ্ছারিতার মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ নিয়ে সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে প্রবীন ও আইনজীবী নেতাদের মাধ্যমে বিচারককে অবহিত করে প্রতিকার চাওয়া হয়। কিন্তু এরপরও বিচারক মোহাম্মদ ইসমাইল অভিযোগের ব্যাপারে কোন সুরাহা না করে অব্যাহত রাখেন।
” শনিবার সকাল থেকে শুরু হওয়া কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত গৃহিত হয়। রোববার থেকে আইনজীবীদের গৃহিত এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। ”
জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, ” জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে আদালতের নির্ধারিত সময়সূচী না মেনে বিচারিক কার্যক্রম পরিচালনা এবং কিছু মামলায় ক্ষেত্র বিশেষে বিচারকের খাস কামরায় কার্যক্রম চালানো চালিয়ে যাচ্ছেন। এতে বিচার প্রার্থী ও মামলার কার্যক্রম পরিচালনায় আইনজীবীদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এছাড়া সম্প্রতি জেলা আইন শৃংখলা কমিটির সভায় তিনি আইনজীবীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন। ”
” এ ব্যাপারে বিচারক মোহাম্মদ ইসমাইলকে প্রতিকার চেয়ে আইনজীবীরা সাংগঠিকভাবে অভিযোগের ব্যাপারে অবহিত করার পরও সুরাহা না হওয়ায় আদালত বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আইনজীবীরা শুধুমাত্র তার (ইসমাইল) আদালত বর্জন করলেও কার্যদিবসগুলোতে অন্য আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ”
বিচারক মোহাম্মদ ইসমাইলকে কক্সবাজার থেকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান ইকবালুর রশিদ আমিন সোহেল।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার সহ আইনজীবী নেতারা বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর