বিডি ক্রীড়া ডেস্ক :
এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের থেকে হয়তো দুঃখী মানুষ আর পাওয়া যাবে না। গতকাল ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন ফরাসি ফরোয়র্ড। তবে এমন অর্জনেও দলকে জেতাতে পারলেন না তিনি।
রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। অথচ মূল ম্যাচ ও অতিরিক্ত সময়ে স্কোর ৩-৩ গোলে সমতায় ছিল, যেখানে ফ্রান্সের হয়ে ৩টি গোলই করেছেন এমবাপ্পে।
এমবাপ্পে ফাইনালের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। তবে প্রায় ১৭ ঘণ্টা পরে তিনটি ফরাসি শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপ্পে লিখেছেন, ‘আমরা ফিরে আসব।’
এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ১৯ বছর বয়সেই ট্রফির স্বাদ পেয়েছিলেন এমবাপ্পে। এবারও প্রায় একার হাতে দলকে জিতিয়ে দিয়েছিলেন। তবে এমবাপ্পের এই বার্তায় অনেকেই মনে করছেন, আগামী বিশ্বকাপের জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন তিনি।
বিশ্বকাপ না জিততে পারলেও আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন এমবাপ্পে।