শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ প্রণয়ন

নিউজ রুম / ৮৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

রেজাউল হক :
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের সুপারিশ করেছেন সাংবাদিকরা। সারা দেশের সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে সাংবাদিক ক্যাম্পে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আয়োজনে যোগ দেওয়া সংসদ সদস্যরা। গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের নেতারা বলেছেন, সৎ-দক্ষ ও নৈতিক মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ এবং এবং দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে।
গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র আয়োজনে সাভারের ব্র্যাক সিডিএম ২৯ থেকে ৩১শে জুলাই তিনদিনের এই ক্যাম্প হয়েছে। সাংবাদিকরা সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বিভিন্ন সুপারিশমালার সমন্বয়ে ঢাকা ঘোষণা প্রণয়ন করেন। এই ঘোষণা আইনপ্রণেতা ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।
‘সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আয়োজনের বিভিন্ন পর্বে যোগ দেন: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, টিভি টু ডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি নজরুল ইসলাম মিঠু, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফী, ঢাকা ট্রিবিউন পত্রিকার সম্পাদক রিয়াজ আহমদ এবং ঢাকা বিশ্বাবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান। সমাপনী পর্ব পরিচালনা করেন সমষ্টি’র পরিচালক রেজাউল হক।


আরো বিভিন্ন বিভাগের খবর