বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকায়, ১ আগস্ট অগ্নিকাণ্ডে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে যায়। নিঃস্ব হয়ে যায় আগুনে পুড়ে যাওয়া ঘরের বাসিন্দারা। খবর পেয়ে সেখানে ছুটে যান সামাজিক সংগঠন হামীম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজ সেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে তিনি রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি তাদের নানাভাবে সহযোগিতা করেন। এ সময় নারী নেত্রী সমাজ সেবিকা শামীমা আক্তার ও ছিলেন।
কক্সবাজারের যে কোন দুর্যোগ ও বিপদগ্রস্থ মানুষদের পাশে হামীম মফিজ ফাউন্ডেশন সবসময় থাকবে বলে জানান ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন জানান। তিনি বলেন, যেকোনো সংকটের শুরুতে আমরা সাধারণ মানুষদের পাশে সব সময় থাকব ইনশাল্লাহ।