বিডি প্রতিবেদক :
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে কক্সবাজারে চার শতাধিক আলেম ওলামা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
পহেলা আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
পরে নবগঠিত কক্সবাজার পৌর ইমাম, মুয়াজ্জিন, ফোরকানিয়া কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নগর পিতা।
এসময় সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জোবাইদুল ইসলাম চৌধুরী ও সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে চার শতাধিক ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন মসজিদের খাদেমগণ অংশ গ্রহণ করেন।
মাহফিল শেষে নৈশভোজের আয়োজন করা হয়।