শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে জেলা পুলিশ সুপারের বিধ্বংসী বোলিংয়ে কক্সবাজার প্রেসক্লাব ধরাশায়ী

নিউজ রুম / ৫২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা পুলিশ ও কক্সবাজার প্রেসক্লাবের মধ্যে তিন দিনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বিজয়ের মাসের প্রথম দিনে প্রীতি ক্রিকেটের টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো. আবু তাহের ।  প্রথম ম্যাচেই জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হয়েছে কক্সবাজার প্রেসক্লাব। কক্সবাজার প্রেসক্লাব ক্রিকেট একাদশকে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় জেলা পুলিশ ক্রিকেট একাদশ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টর প্রথম দিনে শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে টসে জিতে জেলা পুলিশ দল ব্যাটিংয়ে পাঠায় সাংবাদিকদের সংগঠন কক্সবাজার প্রেস ক্লাব ক্রিকেট একাদশকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের সূচনা করে প্রেস ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান তৌফিক লিপু ও ফরাজ। প্রথম উইকেট জুটিতে তারা ৩০ রান সংগ্রহ করে। এরপর ফরাজ আউট হলে পুলিশ সুপার মাহফুজুল ইসলামের বোলিং নৈপুণ্যে তানভীর শিপু ১৬ রান করে ফেরেন প্যাভিলিয়নে। এরপর রাজিন সালেহ ও মিকাতের ব্যাটে ভর করে ৭১ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় প্রেস ক্লাব ক্রিকেট একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে জেলা পুলিশ মাত্র ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন ৫ উইকেট নেয়া বোলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পুলিশ সুপার রফিকুল ইসলাম , কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু সহ অনেকেই। আগামী শুক্রবার দুপুর ২ টায় সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শেষে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও সদ্য পদন্নোতি প্রাপ্ত  পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম কে শুভেচ্ছা স্মারক তুলে দেন  কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর