শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

আজ কক্সবাজার মুক্ত দিবস

নিউজ রুম / ১৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আজ ১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্থানীয় শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শক্রমুক্ত ঘোষণা করা হয়েছিল। দিবস টি পালন উপলক্ষে নানা আয়োজন থাকছে আজ সারা দিন। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভার আয়োজন করেছে।

তখন ৪টি গাড়িযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কক্সবাজার শহরে পৌঁছান ক্যাপ্টেন আবদুস ছোবহানসহ জয় বাংলা বাহিনীর বীর মুক্তিযোদ্ধারা। শহরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সকাল ১০টায় অনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং শোডাউন করে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন তারা।

এসময় বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবাহান জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা একে এম মোজ্জাম্মেল হকসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

কক্সবাজার হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে  আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন করে জানবে তরুণ প্রজন্ম।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা তাদের সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণা করবেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মার্চ জয় বাংলা বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী পাকিস্তানের পতাকা পুড়িয়ে শহীদ দৌলত ময়দানে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন। কামাল হোসেন চৌধুরী আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও কক্সবাজার জেলা যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে মাইকযোগে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। পরে ১২ ডিসেম্বর কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা।


আরো বিভিন্ন বিভাগের খবর