রহমান তারেক :
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ির বিভিন্ন পয়েন্টে প্রতিদিন রোজাদাররা ইফতার করেন।
এসব ইফতার কারীদের বেশিরভাগই স্থানীয়। বন্ধু-বান্ধব পরিবারের সদস্যরা মিলে ইফতারি নিয়ে চলে যান সৈকতে।
উন্মুক্ত খোলা আকাশের নিচে বিশাল সাগরের জলরাশির সামনে সৈকতের বালুচরে বসেই ইফতার করেন মনের আনন্দে।
সারাদিন রোজা রাখার পর , প্রাকৃতিক পরিবেশে বসে ইফতার করার মজাই আলাদা বলছেন ইফতার কারীরা