শিরোনাম :
ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয় পর্যটন বিকাশে নিরাপত্তা অন্যতম প্রধান শর্ত -ট্যুরিস্ট পুলিশ প্রধান পর্যটন নগরীতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মাল্টিপারপাস পাবলিক টয়লেট উদ্বোধন মিয়ানমারে পাচারকালে সিমেন্ট সহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কক্সবাজার পুলিশ সুপারের মতবিনিময় রামুতে কৃষিপণ্য মেলা টেকনাফে মালয়েশিয়াগামী ২৮ জন উদ্ধার

“পর্যটন এলাকা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে” –জেলা আমীর আনোয়ারী

নিউজ রুম / ৪৪৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

বিডি ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, কক্সবাজার বিশ্বব্যাপী পর্যটন শিল্পের জন্য বহুল পরিচিত একটি নাম। বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে যারা ভ্রমণ করতে আসবে তাদের কে শুধুমাত্র ব্যবসার দৃষ্টিতে না দেখে আমাদের ঘরের মেহমান হিসেবে বিবেচনা করে তাদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে হবে। অতি মুনাফার চিন্তা না করে সেবাকে অগ্রাধিকার দিতে হবে। প্রশাসন, পর্যটন ব্যবসায়ীসহ সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার কে আরো পর্যটন বান্ধব, নিরাপদ ও সকলের পছন্দনীয় শহরে পরিণত করতে হবে। এক্ষেত্রে পর্যটন শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পর্যটন শাখা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন। সঞ্চালনা করেন মোহাম্মদ আলমগীর সাঈদ।
সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মুহাম্মদ শাহজাহান কে সভাপতি এবং মোহাম্মদ আলমগীর সাঈদ কে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন শাখার কমিটি গঠন করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর