শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু

নিউজ রুম / ৬৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক :
জুলাই- আগস্ট বিপ্লবের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিকে ধরে রাখতে তাঁর নামে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে জমজমাট এই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এই ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করে।

এদিকে উদ্বোধনী দিনের তিনটি ম্যাচে ( দ্বৈত) পাপ্পু- আজিম জুটি সরাসরি ২-০ সেটে লালু -আমিন জুটিকে, অলস্টারের মঈন- রুবেল জুটি ২-০ সেটে সাইফ- আকবর জুটিকে এবং জিয়া স্মৃতি সংসদের ফয়সাল- ইউনুস জুটি সরাসরি ২-০ সেটে ফরিদ- শোয়াইব জুটিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে।

এর আগে এক উদ্বোধনী অনুষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিএসপিএ কক্সবাজার জেলার আহবায়ক, সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। টুর্ণামেন্টের উদ্বোধক ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এতে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ প্রিন্সিপাল জসিম উদ্দিন, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মুহাম্মদ ইউনুস, সদস্য সচিব সরওয়ার রোমন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, ক্রীড়া সংগঠক আলী রেজা তসলিম, ছাত্রদল নেতা রেজা, মিনহাজ উদ্দিন রিপন। স্বাগত বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুর্শেদ আলম।

সভায় বক্তাগণ বলেন, ফ্যাসিবাদ হটাও আন্দোলনে কক্সবাজার তথা পেকুয়ার কৃতি সন্তান, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগ কখনো ভুলার নয়। জুলাই – আগস্ট বিপ্লবের শহীদদের দেশের মানুষ যুগ-যুগান্ত ধরে মনে রাখবে।


আরো বিভিন্ন বিভাগের খবর