শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

পেকুয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

নিউজ রুম / ৩৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া  :
কক্সবাজারের পেকুয়া থেকে আন্তঃজেলা ডাকাত দলে সর্দার ও দুর্ধর্ষ মোটরসাইকেল ছিনতাইকারীর সিন্ডিকেটের মূলহোতা সালাহ উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করছে পেকুয়া থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার নেতৃত্বে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরের বাড়ি থেকে থাকে গ্রেপ্তার করা হয় । এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত স্প্রিং এর বিশেষ ধরনের একটি লাটি ও ছিনতাইকৃত কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সালাহউদ্দিন (৩৫) লামা উপজেলার ইয়াংছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকার মোহাম্মদ ফজলু প্রকাশ রেনুর পুত্র।
পেকুয়া থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়ক ও বান্দরবান পাহাড়ি সড়কে অস্ত্র টেকিয়ে ডাকাতি ও মোটকরসাইকেল ছিনতাই করে হত্যাকান্ডের মত ঘটনা সংঘটিত করে আসছে।  পুলিশ এ দুর্ধর্ষ ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তারে বান্দরবান জেলা ও চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করলেও পেকুয়া থানা এলাকায় তার আত্মীয় ভায়রা ভাই হুমায়ুনের বাড়ীতে আশ্রয় নিয়ে আত্নগোপনে থাকায় এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। গোপন সুত্রে জানা যায় সালাহউদ্দিন পেকুয়া থেকে মোবাইলে সিন্ডিকেটের অন্যান্যা সদস্যদের একত্রিত করে চট্টগ্রাম কক্সবাজার  মহাসড়কে ও বান্দরবান জেলার  বিভিন্ন এলাকায় ডাকাতি সংঘটিত করে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা এলাকায় তার আত্মীয় হুমায়ন কবিরের বাড়ীতে আত্নগোপন থাকার বিষয়ে নিশ্চিত হয়ে পেকুয়া থানা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিনের বিরুদ্ধে বান্দরবান জেলার বিভিন্ন থানা সহ চট্টগ্রামের লোহাগড়া থানায় অস্ত্র,ডাকাতি, ছিনতাই সহ একাদিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর  করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর