শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির প্রথম সেশনে সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচকরা শহিদ শরীফ ওসমান হাদীর জীবন, রাজনৈতিক আদর্শ, সংগঠক হিসেবে তার ভূমিকা এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার আত্মনিবেদনের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। বক্তারা শহিদ হাদীর আদর্শকে নতুন প্রজন্মের রাজনৈতিক সংগ্রামের প্রেরণা হিসেবে ধারণ করার আহ্বান জানান।
দ্বিতীয় সেশনে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি  সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি এবং জাতীয় শ্রমিকশক্তি-এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় তৃণমূলের নেতারা সাংগঠনিক অগ্রগতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত করণীয় বিষয়ে মতামত উপস্থাপন করেন।
সমন্বয় সভার উল্লেখযোগ্য অংশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষে কার্যকর নির্বাচনী কৌশল নির্ধারণ, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই সনদ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর কক্সবাজার জেলায় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তিকে নিয়ে এটিই সর্বপ্রথম বৃহত্তর সাংগঠনিক সমন্বয় সভা। এ সভার মাধ্যমে তৃণমূলের নেতৃবৃন্দ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেইন অব কমান্ড,কোড অব কন্ডাক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক পাঠ লাভ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমন্বয় সভা কক্সবাজারে এনসিপি ও এর অঙ্গ সংগঠনসমূহের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে নতুন গতি প্রদান করবে।


আরো বিভিন্ন বিভাগের খবর