বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা গোলাবারুদ শর্ট গান নিয়ে হত্যা মামলার আসামিসহ ৩ রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করেছে।
সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উখিয়ার ১৮ নাম্বার ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে আসামিদের আটক করা হয় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গ্রেফতারের একজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও অন্য দুজন দুষ্কৃতিকারী।
আটককৃতরা হলেন, উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ জলিলের ছেলে হাফিজুল্লাহ প্রকাশ হাফিজুর রহমান, একই ক্যাম্পের আমির হাকিমের ছেলে নুরুল ইসলাম ও মৃত মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ জাবের।
৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শটগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড রাইফেলের গুলি, ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তাদেরকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান বর্তমানে ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।