বিডি প্রতিবেদক :
বর্নাঢ্য আয়োজনে কক্সাবজারে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কক্সবাজার অরুণাদয় স্কুলের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার। পরে ৬ এপ্রিল বেলা ১২ টার দিকে উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার দেশের আমুল পরিবর্তন এবং উন্নয়নের পাশাপাশি ক্রীড়াখেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। আগে মাঝে মধ্যে খেলাধুলার আয়োজন হতো এখন প্রায় সময় মাঠে খেলাধুলা এবং খেলোয়াড়রা থাকে। বিশেষ করে নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা খেলাধুলা থেকে পিছিয়ে নেই এটা সব চেয়ে বড় সাফল্য। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য হারুন অর রশিদ,স্কাউট লিডার ফরিদুল আলম,অরুনাদয় স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল প্রমুখ।