শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

গরু পাচারকারি ও বিজিবির মধ্যে গোলাগুলির’ ঘটনায় এক দোকান কর্মচারি নিহত এবং তিন জন আহত

নিউজ রুম / ৫২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ‘গরু পাচারকারি ও বিজিবির মধ্যে গোলাগুলির’ ঘটনায় এক দোকান কর্মচারি নিহত এবং তিন আহত হয়েছে।
রামু উপজেলার কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামশুল আলম জানান, শনিবার রাতে সাড়ে ৯ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুর জব্বার (৪০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদ।
তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্থানীয় ইউপি চেয়ারম্যান।
স্থানীয়দের বরাতে শামশুল আলম বলেন, শনিবার রাতে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ৫/৬ টি গরু জব্দ করে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ গরুগুলো হাটিয়ে নিয়ে আসার সময় পাচারের সাথে জড়িত লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
” এক পর্যায়ে পাচারকারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য ইট-পাটকেল ও ঢিল ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে। এতে স্থানীয় নির্মাণ সামগ্রী বিক্রেতা এক দোকান কর্মচারি ঘটনাস্থলে নিহত এবং তিনজন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ”
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ” ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের মৃতদেহ নিয়ে গেছে। পরে খবর রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ”
এ ব্যাপারে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোন ধরণের সাড়া না দেওয়ায় কথা বলা সম্ভব হয়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর