নুরুল আলম :
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আগামীকাল (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
কক্সবাজার জেলার ৯ টি উপজেলা ফুটবল দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নয়টি দলকে দু’ গ্রুপে বিভক্ত করে নক-আউট পদ্ধতিতে এই টুর্ণামেন্ট চলবে।
দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ থাকছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব হারুন-অর-রশিদ বলেন,সৈকত নন্দিনী কক্সবাজারের ক্রীড়ার ইতিহাস, ঐতিহ্য সুদীর্ঘ সময়কালের। ১৯৫৬ সালে আজকের
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজারের ফুটবলের আনুষ্ঠানিক বিকাশ ঘটে।
বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফুটবলার জিকু, ইব্রাহীম, সুশান্ত, সবুজ, দিদার, রিপারা আপনাদের
চির চেনা এই সৈকত শহর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠ থেকেই উঠে আসা এক
একজন জাতীয় বীর । বর্তমানে দেশের কোয়ালিটি ফুটবলার তৈরীর তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে আমাদের
এই প্রিয় কক্সবাজার জেলা।
সংবাদ সম্মেলনে জানানো হয়,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা বাংলাদেশের ক্রীড়া জগতে বিশেষ ঐতিহ্যের অধিকারী। স্বাধীনতা পূর্ব
সময়ে এ সংস্থা হাফেজ আহমদ চৌধুরী গোল্ডকাপ ও নিয়মিত মহকুমা ফুটবল লীগের আয়োজন করেছে।
১৯৮৪ সালের ১ মার্চ জেলা ক্রীড়া সংস্থায় উন্নীত হওয়ার পর ডিএসএ নিয়মিত ফুটবল লীগ, ভলিবল
লীগ ও পরবর্তীতে ক্রিকেট লীগ আয়োজন করে আসছে। স্বাধীনতা পরবর্তী সময়ে কক্সবাজার জেলা
ক্রীড়া সংস্থা ফুটবলের উন্নয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ, জেলা প্রশাসক গোল্ডকাপ, আন্তঃ উপজেলা ফুটবল
টুর্নামেন্ট, বীচ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছে। বর্তমানে জাতীয় দলে চারজন পুরুষ ও একজন
নারী তারকা ফুটবলার ছাড়াও ঢাকার বি-লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ, ১ম বিভাগ, ২য় বিভাগ ফুটবল
লীগ, পাইওনিয়র ফুটবল লীগ ও চট্টগ্রামের জনপ্রিয় ১ম বিভাগ ফুটবল লীগে কক্সবাজার জেলার প্রায় দুই
শতাধিক কৃতি ফুটবলার মাঠে ফুটবলের কক্সবাজারের সৌরভ ছড়াচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট-২০২৩এর স্পন্সর স্পোর্টস আইকনিক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কক্সবাজার
জেলার নয়টি উপজেলা ফুটবল দলের অংশগ্রহনে আগামী ২০ সেপ্টেম্বর নতুন সাজে সজ্জিত কক্সবাজার
রুহুল আমিন স্টেডিয়াম, কক্সবাজার।বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হল- রামু, চকরিয়া, মহেশখালী,
টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁহ ও স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল । নয়টি
দলকে দু’ গ্রুপে বিভক্ত করে নক-
-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অধিক জনপ্রিয়
করতে, সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ
থাকছে। প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ
৫০ হাজার টাকা ও রার্নাসআপ দল ট্রফির সাথে ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ ৫০ হাজার টাকা ও রার্নাসআপ দল ট্রফির সাথে ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীশন কান্তি দাশ, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অনুপ বড়ুয়া অপু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।