
রহমান তারেক :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ‘রোহিঙ্গা গোল’ নামক লার্নিং সেন্টারের এক শিক্ষক নিহত হয়েছেন। ওই সেন্টারে রোহিঙ্গা শিশুদের পাঠদান করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪, ডি/৮ ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফয়সাল (২৭) কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের সি/২ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে ওই ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা বলেন, ‘৩ থেকে ৪ মাস আগে মোহাম্মদ ফয়সাল মালয়েশিয়া থেকে এসে রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সঙ্গে বাস করেন। এরপর রোহিঙ্গা শিশুদের পাঠদান শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঠদান অবস্থায় লার্নিং সেন্টার থেকে তাকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে গুলি করে হত্যার পর কবরস্থানের পাশে লাশ রেখে পালিয়ে যায়।’
ওই রোহিঙ্গা নেতার মতে, মোহাম্মদ ফয়সাল শিক্ষিত ও সচেতন ব্যক্তি হওয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর কুনজরে পড়ে হত্যার শিকার হয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তরা ফয়সালকে মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। এরপর গুলি করে হত্যার পর লাশ ফেলে সন্ত্রাসীরা চলে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শামীম হোসেন।