শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

টেকনাফের গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ চিহ্নিত ডাকাতের লাশ উদ্ধার

নিউজ রুম / ৬৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিক নামের চিহ্নিত এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী নামক এলাকার গহীন পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি।
নিহত মোহাম্মদ রফিক (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও অস্ত্রসহ নানা অভিযোগে টেকনাফ থানায় ৫ টির বেশী মামলা রয়েছে।
নিহতের স্ত্রী ও স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, মোহাম্মদ রফিক গত ৪/৫ দিন ধরে নিখোঁজ ছিল। তার দুই স্ত্রী; এদের মধ্যে বড় স্ত্রী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় এবং ছোট স্ত্রী টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। নিখোঁজের পর মোহাম্মদ রফিককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
“ মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছ থেকে রফিকের ছোট স্ত্রী টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার গহীন পাহাড়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। “
ওসি বলেন, “ বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ হওয়ার আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, মোহাম্মদ রফিককে কাছ থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। তাকে কোনভাবে তুলে এনে দূর্বৃত্তরা খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। “
“ তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিয়ে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ধারণা, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের দুষ্কৃতিকারিরা তাকে খুন করে থাকতে পারে। “
ওসমান গনি জানান, মোহাম্মদ রফিক সংঘবদ্ধ ডাকাতদলের একজন সদস্য। সে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে অপহরণ করে গহীন পাহাড়ে জিন্মি রেখে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিল। কেউ মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে খুন করে লাশ গুম করে ফেলতো। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ নানা অভিযোগে থানায় ৫ টির বেশী মামলা রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর