বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ অকটেন ও ভোগ্য পণ্য উদ্ধার করেছে র্যাব। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ২৫টি ড্রামে মোট ১৪১৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা। অকটেন সহ এসব পণ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার করছিল একদল চোরাকারবারি। এসময় র্যাব ২ জন চোরাকারবারীকে আটক করে।
গতকাল রাতে টেকনাফ উপজেলার সীমান্ত এলাকা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এই অভিযান চালায় র্যাব।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে জানান সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলার সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কতিপয় চোরাকারবারী জ্বালানী তৈল অকটেনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশে পাচার করছে মর্মে তথ্য পায় র্যাব-১৫। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার উক্ত চোরাকারবারী ও পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার এবং পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জানতে পারে যে, অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে কতিপয় পাচারকারী জ্বালানী তৈল অকটেন কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অবস্থান করছে। এরিই সুত্র ধরে র্যাব ১৫ এর একটি টিম গতকাল রাতে শাহপরীর দ্বীপে নাফ নদীর তীরে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালানি তেল অকটেন ভর্তি ড্রাম এবং পিঁয়াজ আদা রসুন সহ ভোগ্য পণ্য উদ্ধার করে এবং দুই চোরাকারবারিকে আটক করে। আটক ফয়েজ উল্লাহ ও আব্দুল্লাহ শাহপরীর দ্বীপের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চোরাকারবারীরা জ্বালানী তৈল অকটেনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী; পেঁয়াজ, রসুন ও আদা নাফ নদী হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে মজুদ করেছে বলে স্বীকার করে।
এ বিষয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।