বিডি প্রতিবেদক :
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্ধ ১৯ নারী ক্রিকেটে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দল।
আজ শনিবার দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল ব্যট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করেন।
জবাবে পাকিস্তান অনুর্ধ ১৯ নারী ক্রিকেট দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে। বাংলাদেশ দলের রাবেয়া খান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।