
বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইয়াসিন নামে এক রোহিঙ্গাকে জবাই করে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।
রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এমএসএফ হাসপাতালের এই হত্যাকান্ড ঘটে।
নিহত মো ইয়াসিন ১৫ নম্বর ক্যাম্পের সি ওয়ান ব্লকের বাসিন্দা এবং আব্দুল বারীর পুত্র। নিহত ইয়াসিন ক্যাম্পে রাতের বেলায় পাহারাদার হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান রবিবার রাত সাড়ে দশটার দিকে ৭/৮ জনের একদল দুষ্কৃতকারী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সি ব্লকে গিয়ে ইয়াসিনকে ঘিরে ফেলে এবং তাকে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। এসময় ইয়াসিন ক্যাম্পের সি ব্লকে রাতের বেলায় নাইট ডিউটি করছিল। দুষ্কৃতকারীরা তার মৃতদেহ পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহ উদ্ধার করে।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানিয়েছে নিহত ইয়াসিন রোহিঙ্গা ক্যাম্পে পালা করে রাতের বেলায় ডিউটি করতো। রবিবার রাতে ডিউটি করার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হলে দুষ্কৃতকারীরা উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে। মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরসার সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করতে পারে বলে সন্দেহ এপিবিএন এর এই কর্মকর্তার। ঘটনার পরপরই এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের জন্য উখিয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্হা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।