শিরোনাম :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা উখিয়ায় সংরক্ষিত বন থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন উখিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে -মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিয়ের দাবীতে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান পেকুয়ায় ব্যবসায়ীকে হামলা ও দোকান লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কক্সবাজারে নারীর প্রতি সংহিসতা নিরোধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বেতুয়ায় ১৪ বসতবাড়ী জ্বলে-পুড়ে ছাঁইঃক্ষয়ক্ষতি প্রায় ২কোটি টাকা

মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ রুম / ৭০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

বিডি ক্রীড়া প্রতিবেদক :

কক্সবাজার জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে ৮ টি উপজেলার খেলায়োড়দের মধ্যে একাধিক ম্যাচ অনুষ্টিত হয়। পরে দৈত এবং এককে চকরিয়া এবং কুতুবদিয়া উপজেলার খেলোয়াড়রা ফাইনালে উত্তীর্ণ হয়। ২৯ জানুয়ারী বেলা ১১ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামে শেখ রাসেল ব্যডমিন্টন টুর্নামেন্ট অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান। এ সময় জেলা প্রশাসক বলেন,বর্তমান সরকার খেলাধুলার জন্য বিস্তর সুযোগ সুবিধা সৃষ্টি করেছে। এখন প্রতিটি উপজেলায় খেলার মাঠ আছে নিয়মিত খেলাধুলা আয়োজনের জন্য ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে মেয়েদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। তাই মেয়েদের ক্রীড়াঙ্গনে আরো অংশগ্রহন বাড়াতে হবে। এ জন্য মহিলা ক্রীড়া সংস্থাকে আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। একই সাথে অভিভাবকরা যাতে অবসর সময়ে মেয়েদের খেলাধুলার পরিবেশ তৈরি করে সে জন্য সবার প্রতি আহবান জানান জেলা প্রশাসক। এ সময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধক মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নার্গিস সুলতানা কান্তা বলেন,বর্তমান সরকার প্রতিটি খেত্রে মেয়েদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তৈরি করেছে সে জন্য খেলাধুলায় মেয়েরা অনেক বেশি জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে সফল হচ্ছে। কক্সবাজারেও মেয়েদের খেলাধুলায় আরো বেশি অংশগ্রহন করানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি রিয়া আফরোজ,সিনিয়র সহ সভাপতি শিউলি সরকার,মুন্নী আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খালেদা জেসমিন। এ সময় কক্সবাজার জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শামসুন্নাহার বেগম,কোষাধ্যক্ষ সামিনা কাশেম পান্না,যুগ্ন সম্পাদক গোপা সেন,আয়েশা সিরাজ,সহ সম্পাদক কানিজ ফাতেমা রোজি, নির্বাহী সদস্য রেবেকা সুলতানা আইরিন,পৌর কাউন্সিলার শাহানা আক্তার পাখি,রেখা নন্দী সহ বিভিন্ন সাংবাদিক ও ক্রীড়ামুদিরা উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদা মোর্শেদা আইভী।

 


আরো বিভিন্ন বিভাগের খবর