পড়ে থাকা রকেট লাঞ্চারটি সরিয়ে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম- তুমব্রুর সড়কের উপর পড়ে থাকা মিয়ানমারের রকেট লঞ্চার টি আজ সন্ধ্যায় উদ্ধার করে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে বলে বিজিবি কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসেন কবীর জানিয়েছেন।