বিডি প্রতিবেদক :
কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত অনেক স্থান আছে। জীবদশ্বায় তিনি ১৪ বার কক্সবাজারে এসেছেন। কিন্তু পরিতাপের বিষয় সমুদ্র শহর কক্সবাজারে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য পর্যন্ত নেই সরকারের গেল ১৩ বছরে আওয়ামী লীগের এখানে অনেক বড় বড় নেতারা এসেছেন তারা শুধু গল্প শুনিয়ে গেছেন।’
জাতির পিতার ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আযোজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার বেলা ১ টায় কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কক্সবাজার একের পর এক উন্নয়ন হচ্ছে। বর্তমানে কক্সবাজারে সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে। এসব কাজ সম্পুর্ন হলে বিশ্ববাসী কক্সবাজারকে দেখবে ভিন্নরুপে।
এজন্যই কক্সবাজারে দ্রুত জাতির পিতার ভাস্কর্য দরকার।’
কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক মো: মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আপনজনেরাই সেদিন বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিল। এজন্য দলের ভিতরে ঘাপটি মেরে থাকা আগাছা সরিয়ে দিতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিবেদক সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজের সাবেক সদস্য এড. আয়াছুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন প্রমুখ