শিরোনাম :
সৈকতে কাছিমের ছানা অবমুক্ত হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট আর থাকবে না -ধর্ম উপদেষ্টা তারেক রহমানের ঈদ উপহার পেয়ে এতিম শিশুদের মুখে অকৃত্রিম হাসি কালারমারছড়ায় লবণচাষী নিহত মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে,

১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকেরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি

নিউজ রুম / ৭৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করলেও তাঁর রেখে যাওয়া আদর্শকে হত্যা করতে পারেনি, তাই আগামী প্রজন্ম বঙ্গবন্ধু’র সেই আদর্শকে বুকে ধারণ করে রাখবে আজীবন। যে আদর্শে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর নেতৃত্বে থাকবেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য আয়াছুর রহমান, দৈনিক প্রথম আলো’র কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল্লাহ শফিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কক্সাবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পলাতক মেজর ডালিমসহ বঙ্গবন্ধু’র সব খুনীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান বক্তারা।
এতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর