শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করলেও ঘাতকেরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি

নিউজ রুম / ২৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করলেও তাঁর রেখে যাওয়া আদর্শকে হত্যা করতে পারেনি, তাই আগামী প্রজন্ম বঙ্গবন্ধু’র সেই আদর্শকে বুকে ধারণ করে রাখবে আজীবন। যে আদর্শে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। আর নেতৃত্বে থাকবেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।
সভায় জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য আয়াছুর রহমান, দৈনিক প্রথম আলো’র কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জুনায়েদ, প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল্লাহ শফিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কক্সাবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পলাতক মেজর ডালিমসহ বঙ্গবন্ধু’র সব খুনীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান বক্তারা।
এতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর