বিডি ডেস্ক :
পদত্যাগ করেছেন শেখ হাসিনা। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছেড়েছেন।সোমবারে ৫ আগস্ট দুপুরে তারা দেশ ছাড়েন।
জানা গেছে, তিনি পশ্চিমবঙ্গে গেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তিনি যাওয়ার আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তবে তা করা হয়নি। এর মাঝে গণভবনে ঢুকে পড়েছে সাধারণ মানুষ।
আইএসপিআর জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে বিকেল সাড়ে ৪টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সুত্র: চ্যানেল আই অনলাইন