বিডি ডেস্ক :
সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
চিঠিতে বলা হয়, জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাসহ তাদের পরিবারের সদস্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সে সকল হিসাবের তথ্যাদি আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর জন্যে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে।
চিঠিতে যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো তাদের হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী।
সুত্র : দৈনিক আমাদের সময়