শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

কিশোর গ্যাং লিডার আইমন র‌্যাবের হাতে গ্রেফতার

নিউজ রুম / ২১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

বিডি প্রতি্বেদক :
কক্সবাজারের পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় মাদ্রাসা ছাত্র মামুনুর রশিদকে জখমের অভিযোগে কিশোর গ্যাং লিডার তারাউল ইসলাম আইমনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৬ আগস্ট) সাড়ে ১২টার দিকে এলাকা থেকে আত্মগোপনে পালানো কালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন।
গ্রেফতার তারাউল ইসলাম আইমন (২০) পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালেক পাড়ার দিনমজুর রমিজ উদ্দিনের ছেলে।
এএসপি বিল্লাল উদ্দিন জানান, পেকুয়ার উজানটিয়া মালেকপাড়ার মো. আলীর ছেলে বারবাকিয়া ফাজিল মাদ্রাসার আলিমের ছাত্র মামুনুর রশিদের (২২) প্রতিবেশী হিসেবে আইমন টাকা ধার নেন। ওয়াদা মতো নির্দিষ্ট তারিখে টাকা ফেরত না দেয়ায় গত ১২ আগস্ট রাত ৯টার দিকে দেখা পেয়ে টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে আইমন বাকবিতন্ডায় জড়িয়ে মামুনকে মাথায় রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পত্রিকায় সংবাদ প্রচার হলে সাধারণের মাঝে আলোচনার ঝড় ওঠে। ১৪ আগস্ট ভিকটিম আহত মামুন বাদী হয়ে তারাউল ইসলাম আইমনকে একমাত্র আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, ঘটনাটি নজরে আসায় কিশোর গ্যাং লিডার হিসেবে আইমনকে গ্রেফতারে র‌্যাব-১৫ এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ায়। তারা নানা অপরাধ সম্পর্কে তথ্য আসে। বিষয়টি আঁচ করতে পেরে ১৬ আগস্ট এলাকা থেকে আত্মগোপনে চলে যাচ্ছিলেন তিনি। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে তাকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আইমন হামলার বিষয়টি স্বীকার করেছে।
এএসপি বিল্লাল উদ্দিন স্থানীয় সূত্রের বরাত দিয়ে আরো জানায়, আইমনের নেতৃত্বে এলাকার উঠতি বয়সের তরুণেরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে। অসাধু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় টাকার বিনিময়ে তারা বিভিন্ন মানুষকে মারধর, অন্যায়ভাবে জমি জোরদখলসহ বিভিন্ন অপরাধ করে থাকে। এ কিশোর গ্যাংয়ের কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। নিজের বাবাকে শারিরীক ভাবে লাঞ্ছিত করায় আইমনের বিষয়ে তার বাবাকেও কেউ নালিশ করে কোন সুরহা পেতো না বলে প্রচার রয়েছে।গ্রেফতার আইমনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর