শিরোনাম :
খিয়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব; বন্দুক ও গুলি উদ্ধার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ৫ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা বিএনপির সভাপতির মামলা চকরিয়ায় ক্লিনিক,ল্যাব ও ফামের্সীতে অভিযানঃদেড় লক্ষ টাকা জরিমানা বৌদ্ধ ফোরাম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি ঘোষণা কক্সবাজারে বিএসপিএ’র উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন কোন দুর্বৃত্ত যদি কোন ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে—রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে = আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে”–ধর্ম বিষয়ক উপদেষ্টা উখিয়ায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ আবারো ৭ দিনের রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের, আহত ২

নিউজ রুম / ৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন। নিহতরা হলেন—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল (২২) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২২)।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার নলবিলা খাদ্যগুদামের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ডাম্পার (মিনি ট্রাক) চাপায় মোহাম্মদ বোরহান উদ্দিন (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. গিয়াস উদ্দিন (৪২) এবং বায়োফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার এস.এম. আলমগীর (৪৫)।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন ও আলমগীর পেকুয়া উপজেলার শিলখালী থেকে চকরিয়ার উদ্দেশে রওনা দেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা খাদ্যগুদামের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটভর্তি ডাম্পার তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বোরহান উদ্দিন।
আহত দুইজনকে স্থানীয়দের সহায়তায় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পর হতাহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বোরহান উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনের চিকিৎসা অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আরো বিভিন্ন বিভাগের খবর