কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশন ও কক্সবাজার জনসুরক্ষা মঞ্চ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কক্সবাজার জনসুরক্ষা মঞ্চের সভাপতি এডভোকেট সাকী এ কাউসার, ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশনের টীম লিডার এস এম রুবেল,জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সৈয়দ কাদের, মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ মহসিন, আবু বকর সিদ্দিক, বাহাদুর আলম প্রমুখ।
কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি মহেশখালী দ্বীপের জীববৈচিত্র সংরক্ষণের উপর বিশেষ ভূমিকা রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে আয়োজকরা।