শিরোনাম :
পেকুয়ায় গুলি বর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা কোস্ট গার্ড ও র্যাবের অভিযান : শাহপরীর দ্বীপ উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা সহ ৫ ইয়াবা কারবারি আটক জাতিসংঘের সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকটের উপর প্রস্তাব গ্রহণ গভীর সাগরে ভাসতে থাকা ২২ মাঝিমাল্লা সহ ফিশিং বোট উদ্ধার পেকুয়ায় লবণমাঠ দখলে নিতে ফাঁকা গুলি ছুটলো র্দূবৃত্তরাঃআহত-১৬ চকরিয়া ডাকাতি মামলার তিন আসামীকে গ্রেফতার করেন পুলিশ গভীর সাগরে বিকল ১২ জেলে সহ ফিশিং ট্রলার উদ্ধার কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালিত রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি : নিখোঁজ হয়ে মৃত উদ্ধার বিজিবি সদস্য চকরিয়ায় অস্ত্র,মাদক ও টমটম চুরি মামলা মিলে ৪ আসামী গ্রেফতার

আদিবাসীদের প্রতিবাদ সমাবেশ

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী ছাত্র-জনতার শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক যথাযথ বিচারের দাবিতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা।


শুক্রবার সকালে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশটি সভাপতিত্ব করেন সাইনাইং।
# বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা নেতৃবৃন্দ,মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী ,বাংলাদেশ আদিবাসী ফোরাম জেলা সহ সভাপতি ক্যজঅং ও সাধারণ সম্পাদক মংথেনহ্লা,সাবেক রাখাইন ছাত্র নেতা(BRSA) চেমং ,শিক্ষক উথোয়াইন য়াইন,প্রভাষক মংছেহেন রাখাইন, নারী নেত্রী মাটিটিং,তঞ্চগ্যা ছাত্রনেতা অংক্য,মংএ টাইং ও তরুণনেতা ইমন,
রাখাইন তরুণনেতা আউ,সমাজসেবক থোয়াইনলাইন সহ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিরা।

সমাবেশে আদিবাসী ছাত্র , শিক্ষক, নারী উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।
পরে তারা একটি মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ও ভূমির অধিকার দেওয়ার দাবি জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর