বিডি প্রতিবেদক :
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী ছাত্র-জনতার শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক যথাযথ বিচারের দাবিতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা।
শুক্রবার সকালে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আদিবাসী ছাত্র , শিক্ষক, নারী উন্নয়ন কর্মী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।
পরে তারা একটি মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন ও ভূমির অধিকার দেওয়ার দাবি জানানো হয়।