শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

পেকুয়ায় ১৪৪ ধারা : মাঠে আওয়ামী লীগ

নিউজ রুম / ২৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় কক্সবাজারের পেকুয়ায় ১৪৪ ধারা চলছে। এতে উপজেলা বিএনপি নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে। তবে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে চলছে টহল।

জানা যায়, রবিবার পেকুয়া উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। একই সময়ে পেকুয়া উপজেলা আওয়ামী লীগও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এ নিয়ে গত দুদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পেকুয়া স্টেডিয়াম থেকে পেকুয়া চৌমুহনী হয়ে পেকুয়া বাজার ও পরিষদ এলাকায় সভা সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ প্রথম আলোকে বলেন, পেকুয়ায় গণজমায়েত ও বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। গত এক সপ্তাহ ধরে পাড়া মহল্লায় প্রস্তুতি সভা করা হয়। আওয়ামী লীগ আমাদের কর্মসূচি ঠেকাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, পেকুয়ায় গণজমায়েত ও বিশাল বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আওয়ামী লীগ আমাদের কর্মসূচি ঠেকাতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি।

এদিকে রোববার সকাল থেকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়। মগনামার কাটাফাঁড়ি সেতু এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনামের নেতৃত্বে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এব্যাপারে খাইরুল এনাম বলেন, সকাল থেকে বিএনপি-জামাতের নাশকতা ঠেকাতে নেতা-কর্মীরা কাটাফাঁড়ি সেতু এলাকায় অবস্থান নিয়েছে। অটোরিকশায় থাকা একজন যাত্রী আমাদের অবস্থানের ভিডিওচিত্র ধারণ করছিলেন। এসময় দলের কিছু নেতা-কর্মী উত্তেজিত হয়ে ওই অটোরিকশাটি ভাঙচুর করেছে। তবে অটোরিকশা চালককে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা চলছে। ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকার কোথাও মিছিল সমাবেশ হয়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর