শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

মাতামুহুরী পত্রিকার বর্ষপূতি ও গুণীজন সম্মাননা

নিউজ রুম / ২৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া :
সমাজের গুণী মানুষ গুলোকে খুঁজে বের করে সম্মান দিতে হবে। স্ব স্ব ক্ষেত্রে তাদের কাজের মুল্যায়ন করা উচিত। তাদেরকে সঠিকভাবে মর্যাদা দিতে হবে। এ কাজটা করতে না পারলে গুণীরা হারিয়ে যাবে। যারা বিভিন্ন ক্ষেত্রে সমাজ, জাতি ও দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো। আমাদের উচিত এসব গুণীজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে ও সমাজ পরিবর্তনে সৃজনশীল কাজ করছেন এসব গুণীজনরা। এদের খুঁজে বের করা সাংবাদিকদেও নৈতিক দায়িত্ব। সাপ্তাহিক মাতামুহুরী সেই কাজটি করে যাচ্ছেন। ১লা সেপ্টেম্বর সকাল দশটায় চকরিয়া পৌরশহরের কাচালং রেস্টেুরেন্টে মাতামুহুরী পত্রিকার ২২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গুণী সম্মাননা ও আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিরা।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও মাতামুহুরী পত্রিকার সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া) মো. তফিকুল আলম, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ সাহাবউদ্দিন মাহমুদ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্ত্তী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল ও ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চেীধুরী। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা তুলে দিয়ে অতিথিরা আরও বলেন, এখনও অনেক মানুষ আছেন, যারা নীরবে-নিভৃতে সাধারণ মানুষের সেবা ও কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করছেন। এই সম্মাননা পদক অবশ্যই গুণীজনদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হবে। আর ভবিষ্যৎ প্রজন্মরা এখান থেকে শিক্ষা নেবে।
সংবাদপত্র হচ্ছে জাতির দর্পন। জাতিকে দিক নিদের্শনা দিয়ে যাচ্ছে সংবাদপত্র। সাংবাদিকরা তার বাহন। হলুদ সাংবাদিকতা এবং অপ-সাংবাদিকতা তার বিরুদ্ধে আপনারা সতর্ক থাকুন। তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আপনারা আপনাদের সুনাম অক্ষুন্ন রাখুন। আমরা আপনাদের পাশে থাকব। অতিথিরা আরও বলেন এ অঞ্চলের কোথায় কি সমস্যা, সম্ভাবনা, কোথায় কি উন্নয়ন দরকার লিখনির মাধ্যমে আপনারা জাতীকে তুলে ধরবেন। অতিথিরা গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজকদেরকে তাদের আমন্ত্রণ জানানোতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
এসময় আরও বক্তব্য রাখেন, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক মুসলেহ উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা আবছার উদ্দিন মাহমুদ, এসএম আলমগীর হোছাইন, পৌর আওয়ামীলীগ নেতা তপন দাশ, কলাম লেখক বদরুল ইসলাম বাদল, মাতামুহুরী পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা মুজাফ্ফর হোসেন পল্টু, আলমগীর কবির রাজু, শাহানা বেগম, দীপলাল চক্রবর্ত্তী, সাংবাদিক বশির আল মামুন, একে এম বেলাল উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, আবদুল মজিদ, এসএম হানিফ, এম জিয়াবুল হক প্রমুখ।
যাদের সম্মাননা দেয়া হয় তারা হলেন মুক্তিযুদ্ধে হাজী আবু তাহের (মরনোত্তর), সমাজ সেবায় আবদুল হান্নান (মরনোত্তর), শিক্ষায় ফরিদ উদ্দিন চৌধুরী, সাংবাদিকতায় মুজিবুল হক চৌধুরী (মরনোত্তর) ও সংস্কৃতিতে দীপলাল চক্রবর্ত্তী। ##


আরো বিভিন্ন বিভাগের খবর