বিডি প্রতিবেদক :
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর (অবঃ) নুরুল আবছার বলেছেন ভৌগলিক ভাবেই কক্সবাজার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পর্যটনের পাশাপাশি ভূ-রাজনীতির জন্য কক্সবাজারের গুরুত্ব অনেক বেড়ে গেছে। কক্সবাজারকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন কমোডর নুরুল আবছার
কক্সবাজার বিমানবন্দরে সংবর্ধিত হয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমোডর নুরুল আবছার। রোববার সকালে তিনি মানুষের ভালবাসায় সিক্ত হন। এসময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নবাগত কউক চেয়ারম্যান কমোডর নুরুল আবছার উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন,
কক্সবাজারের উন্নয়নের জন্য কাজ করতে চাই। কক্সবাজারের পরিচিতি বিশ্বময় ছড়িয়ে দেয়ার লক্ষ নিয়ে কাজ করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহামিদা তাহের, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও শহর মহিলা আওয়ামীলীগের আহবায়ক শাহেনা আক্তার পাখি, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি ।