শিরোনাম :
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি কলাগাছ আন্দোলনের মতো করে এবারও ‘ধানের শীষ’কে উঠিয়ে আনতে হবে- ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান Pin Up Casino Mobil Uygulaması: Azərbaycan Üçün Təlimat Mostbet: Bangladesher Pratham Choise, Online Casino o Sport Betting Jouez à Plinko Casino et Découvrez des Sensations Uniques – Jeux de Casino en Ligne en France Jouez à Plinko Casino et Découvrez des Sensations Uniques – Jeux de Casino en Ligne en France «Наиболее популярные игры казино для ставок онлайн: зеркало сайта Most Bet» চাচার হত্যার প্রতিশোধ নিতেই খুলনার কাউন্সিলর টিপুকে কক্সবাজার সৈকতে গুলি করে হত্যা সেন্টমার্টিনে আগুনে পুড়ে ছাই ২ রিসোর্ট খুলনার কাউন্সিলর টিপু হত্যাকারী নারীসহ তিনজনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র- উদ্ধার

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আসবাবপত্র বিক্রির অভিযোগ

নিউজ রুম / ৪২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় একজন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি করার অভিযোগ উঠেছে।
উপজেলার হারবাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় লোকজন এসব মালামাল জব্দ করে।
এ ঘটনায় স্থানীয় লোকজন সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
হারবাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়ালিদ বিন ফরহাদ বলেন, বিকালে স্কুলের একটি আলমারি, চারটি লোহার রড় ও তিনটি টিন রিকশা ভ্যানে করে নিয়ে যাওয়ার খবর পাই।এরপর ঘটনাস্থল গিয়েই বিষয়টি নিশ্চিত হয়ে,চেয়ারম্যানকে জানিয়ে
এসব মালামাল জব্দ করা হয়।
স্কুলের দাতা পরিবারের সদস্য ডা. শামসুল ইসলাম বলেন, এর আগেও স্কুলের পুরাতন ভবনের বিভিন্ন মালামাল লোহার রড় ও স্কুলের বইপত্র বিক্রি করেছেন প্রধান শিক্ষকা রাশেদা বেগম। তিনি দীর্ঘদিন ধরে এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে রয়েছেন।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, প্রধান শিক্ষিকা রাশেদা বেগম আসবাবপত্র বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে মেম্বার ও চৌকিদার পাঠিয়ে মালামাল জব্দ করে পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষিকা রাশেদা বেগম বলেন, আলমারি নষ্ট হওয়ায় স্কুল কমিটির সভাপতি ও সদস্যদের অনুমতিক্রমে ঠিক করতে মেকানিকের কাছে পাঠানো হচ্ছিল। এসময় স্কুলের জমি নিয়ে বিরোধ থাকা কিছু দুষ্কৃতকারী ভ্যানসহ আটকে রাখে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, বিষয়টি শোনেছি,জেনেছি।তবে ঘটনার সত্যতা পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর