বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ার খুটাখালী ইউনিয়নে একইরাতে মুদির দোকান সহ অস্ত্রধরে জিম্মি করে মুরগীর গাড়ী ডাকাতি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত ৪টা ৪৫ মিনিটের সময় উপজেলার খুটাখালী ইউপির উত্তর মেদাকচ্ছপিয়া মিনিবাজারে ডাকাতির ঘটনা ঘটে।
স্হানীয় ইউপি সদস্য সলিম উল্লাহ জানান,গত ভোররাতে উত্তর মেদাকচ্ছপিয়া মিনিবাজারে রিমনের মুদির দোকানের তালা ভেঙ্গে চাউলের বস্তা,ক্যাশে থাকা বিকাশের টাকা ও করিম,জামালের মুরগীর গাড়ীওয়ালাকে অস্ত্রমুখে জিম্মি করে টাকা লুট সহ প্রায় ৩ লাখ নিয়ে যায়।মুসল্লিরা টের পেয়ে মসজিদের মাইকে দোকান ডাকাতি হচ্ছে প্রচার করলে,এলাকাসী এগিয়ে আসতে দেখে ডাকাতেরা পালিয়ে যায়।এই কারণে অন্য দোকানদারেরা বেঁচে গেছে।বর্তমানে এলাকাবাসী সহ দোকানদার ব্যবসায়ীরা আতংকে রয়েছেন।এবিষয়ে থানায় সাধারণ ডায়েরী করতে এসেছি বলে জানিয়েছেন।