সাকলাইন আলিফ:
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য (চকরিয়া-পেকুয়া-কুতুবদিয়া) পদে মনোনয়ন পত্র জমা দিলেন কক্সবাজার ১ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আলমের জ্যেষ্ঠ কন্যা তানিয়া আফরিন(৩৪)।
বুধবার কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেনের হাতে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এর পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
তানিয়া আফরিন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তাঁর স্বামী আমান উদ্দিন সুমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।