আবরার চৌধুরী :
কক্সবাজারের উখিয়া ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মংগলবার (১১অক্টোবর) উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে এই ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ বুধবার সকালে জানান গতকাল মংগলবার রাতে বালুখালী ৯ নম্বর ক্যাম্পের আই ব্লকে একদল দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় ক্যাম্পে স্বেচ্ছাসেবকরা পাহারা দিচ্ছিল। দুষ্কৃতকারীরা হঠাৎ করে গুলি ছুড়ে এবং উক্ত ব্লকের হেড মাঝি মো হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়।
খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক টিম ঘটনাস্হলে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত হেড মাঝি মো হোসেনকে প্রথমে ক্যাম্পে অবস্থিত আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি জানান রোহিঙ্গা দুষ্কৃতকারীদের ধরতে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।