জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় রাতের আধারে মেসার্স বিছমিল্লাহ ট্রেডাস নামের মুদির দোকানে দুর্ধর্ষভাবে চুরি করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্হ মহাসড়ক সংলগ্ন ছড়ারকূলস্হ ঝড়ঝড়ি ব্রীজের দক্ষিণ পূর্বপাশে মুদির দোকানে এঘটনা ঘটেছে।
মেসার্স বিছমিল্লাহ ট্রেডাস নামের মুদির দোকানের মালিক রিয়াজ উদ্দিন(২৭) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ ছড়ারকূল এলাকার মোঃ হোছাইন’র ছেলে।
ভূক্তভোগি রিয়াজ উদ্দিন জানান,আমি প্রতিদিনের ন্যায় গত বুধবার রাত ১১টার দিকে আমি দোকানের গ্রীল টেনে দিয়ে ৩টি তালা লাগিয়ে বন্ধ করে বাড়ীতে চলে যায়।বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দোকানে এসে দেখি গ্রীলের তালা ভাঙ্গাও। তখন দোকানে ডুকে দেখি কোন ধরণের মালামাল নেই।সবকিছু নিয়ে গেছে।আমার ধারণা,বুধবার রাতের শেষের দিকে অবিনব কায়দায় গ্রীলের তালা ভেঙ্গে গাড়ী যোগে দোকানে থাকা-২৫বস্তা আতপ চাল,৪বস্তা ডাল,৩বস্তা চনা,৫বস্তা চিনি,৪বস্তা মুড়ি,৩ড্রাম সয়াবিন তৈল,১ফ্রিজের স্ট্যাপ্লাজার,৩টি চেয়ার, ১৫টি গ্যাস সিলিন্ডার,বিভিন্ন মালামাল সহ মোট প্রায় ৬লাখ টাকা জিনিষপত্র নিয়ে যায়।এবিষয়ে আমি চকরিয়া থানায় অজ্ঞাত নামা আসামী দেখিয়ে একটি এজাহার দায়ের করেছি।
চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার বলেন,দোকান চুরির বিষয়ে থানায় একটি এজাহার নামীয় অভিযোগ দিলে,বিষয়টি তদন্তের জন্য আমাকে দায়িত্বভার অর্পন করেন।আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা অবশ্যই নিব।