রহিম উল্লাহ :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে দ্বীপে অবস্থান করা প্রায় সাড়ে তিনশ পর্যটককে বিশেষ ব্যবস্থায় কক্সবাজারে ফিরিয়ে আনা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এমভি কর্ণফুলী জাহাজে পর্যটকদের সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ফিরিয়ে আনা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিনে সকাল থেকে ঝড়ো হাওয়া বইছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তাই সোমবার সকাল থেকে জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলীর পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর জানান, রোববার ১২০ জন পর্যটক নিয়ে জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছে। বিকেল সাড়ে ৩টায় সেখানে থেকে যাওয়া পর্যটকসহ সাড়ে তিনশ পর্যটক নিয়ে জাহাজটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দ্বীপের তিন শতাধিক নৌকা, ট্রলার, স্পিডবোট জেটিতে নোঙর করা আছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যোগাযোগ বন্ধ রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রোধে সাইক্লোন শেল্টার ও বহুতল ভবনগুলো খোলা রাখার জন্য ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দ্বীপের মানুষের জন্য শুকনা খাবার, পানিসহ প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।