শিরোনাম :
মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত মায়ের ডাক’র সমন্বয়ককে তুলে নেওয়ায় মির্জা ফখরুলের উদ্বেগ কৃষকের ফসল নষ্ট, সাবেক মন্ত্রী পরিষদ সচিব সহ ৭৬ জনের নামে মামলা বদির ‘আন্তর্জাতিক ক্যাশিয়ার’ ফারুককে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান, দুর্বৃত্তদের হামলা মাহমুদুর রহমানের কারাগারে যাওয়া নিয়ে যা বললেন আসিফ নজরুল কীভাবে ভারতে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী? দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষাসহ ১২দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বৈষম্য মুক্ত শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসূলুল্লাহর স.- আদর্শই একমাত্র পথ “-মুহাম্মদ শাহজাহান

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

নিউজ রুম / ১৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

রহিম উল্লাহ :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে দ্বীপে অবস্থান করা প্রায় সাড়ে তিনশ পর্যটককে বিশেষ ব্যবস্থায় কক্সবাজারে ফিরিয়ে আনা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এমভি কর্ণফুলী জাহাজে পর্যটকদের সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ফিরিয়ে আনা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিনে সকাল থেকে ঝড়ো হাওয়া বইছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তাই সোমবার সকাল থেকে জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলীর পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর জানান, রোববার ১২০ জন পর্যটক নিয়ে জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছে। বিকেল সাড়ে ৩টায় সেখানে থেকে যাওয়া পর্যটকসহ সাড়ে তিনশ পর্যটক নিয়ে জাহাজটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দ্বীপের তিন শতাধিক নৌকা, ট্রলার, স্পিডবোট জেটিতে নোঙর করা আছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যোগাযোগ বন্ধ রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রোধে সাইক্লোন শেল্টার ও বহুতল ভবনগুলো খোলা রাখার জন্য ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দ্বীপের মানুষের জন্য শুকনা খাবার, পানিসহ প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর