বিডি প্রতিবেদক :
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রধান ইউনিট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবের দ্বিতীয় তলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও ট্রেজারার মোহাম্মদ জুনাইদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সিনিয়র সাংবাদিক সরওয়ার আজম মানিক, দীপক শর্মা দীপু, আবদুল আজিজ, মোয়াজ্জেম হোসাইন শাকিল, নুপা আলম, তৌফিকুল ইসলাম লিপু, কামরুল ইসলাম মিন্টু, শাহজাহান চৌধুরী শাহীন, সুজাউদ্দিন রুবেল, শংকর বড়ুয়া রুমি, ইসমত আরা ইসু, রোতাব চৌধুরী, শহিদুল ইসলাম, ওমর ফারুক হিরু, আজিম নিহাদ ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় পেশাগত মানন্নয়নসহ সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।