যশোর প্রতিনিধি: শামারুখ মাহজাবীন হত্যার পুনঃতদন্তের চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলার বেশ কয়েকটি নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধন থেকে যত দ্রুত সম্ভব পিবিআইকে দিয়ে মামলার পুনঃতদন্ত করে সুষ্ঠ বিচার নিশ্চিতের দাবি করা হয়।
মানববন্ধনে অংশ নেয় যশোর সম্মিলিত নাগরিক সমাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবার কল্যাণ পরিষদ, ডা. শামারুখ ফাউন্ডেশন, বিবর্তন, কিংশুক সংগীত নিকেতন ও যশোরের সাধারণ নাগরিক।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তরা বলেন, গত আট বছর ধরে একটি হত্যা মামলার তদন্ত হলো।
তদন্ত শেষে যে রিপোর্ট দেওয়া হলো তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তকারী কর্মকর্তা আসামী পক্ষ থেকে অবৈধ সুবিধা নিয়ে অসঙ্গতিপূর্ণ মনগড়া রিপোর্ট দিয়েছেন। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
২০১৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের বাসা থেকে তার পুত্রবধূ ডা. শামারুখের মরদেহ উদ্ধার করা হয়।