রাজশাহী অফিস
‘সঠিক শিক্ষাই পারে ডায়াবেটিস থেকে আগামীকে রক্ষা করতে’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার সকাল নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালের আয়োজনে এক র্যালি বের হয়।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী, রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
অন্যদিকে রাজশাহী ডায়াবেটিস কল্যান ও টিম ফার্মা সহ বিভিন্ন সংগঠন র্যালি বের করে।