সাইদুর রহমান পান্থ, বরিশাল :
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের চরবাউশিয়া বোম্বাই শহর নামক এলাকা থেকে দুটি মেছ বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
১৯ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে বোম্বাই শহর এলাকায় ঘুরতে গিয়ে একটি দোকানের সামনে বাচ্চা দুটি দেখতে পায় পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগে অবহিত করে এবং বাচ্চা দুটি উদ্ধার করে নিয়ে আসে।
২০ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার উদ্ধারকৃত মেছবাঘের বাচ্চা দুটি উপজেলা বনবিভাগের কর্মকর্তা শাহে আলমের নিকট হস্তান্তর করে।
দুটো কি করা হবে এমন প্রশ্নের উত্তরে উপজেলা বন কর্মকর্তা শাহে আলম বলেন, যে এলাকা থেকে বাচ্চা দুটি পাওয়া গেছে সেই এলাকায় অবমুক্ত করা হবে।